জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে জামায়াতে স্মারকলিপি


জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি, অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১২ অক্টোবার) সকালে মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পৌঁছান। পরে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদসহ অন্যরা জেলা প্রশাসক শরীফা হকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপি প্রদানকালে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হোসনি মোবারক বাবুল। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, জেলা সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি দেওয়ার আগে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
ভিওডি বাংলা/ এমএইচ