শিবচরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আনাছ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফাজেল মোল্লার কান্দি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আনাছ ওই গ্রামের রিপন হাওলাদার ওরফে লিটনের একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বাড়ির আঙিনায় খেলছিল ছোট্ট আনাছ। কিছুক্ষণ পর হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধাঘণ্টা পর বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান এক প্রতিবেশী।
তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক আনাছকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে।
হঠাৎ এমন করুণ মৃত্যুর ঘটনায় শিশুটির পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানায়, আনাছ ছিল পরিবারের একমাত্র সন্তান। তার হাসি-খুশি চঞ্চলতায় প্রতিদিন মুখর থাকত ঘরবাড়ি। হঠাৎ এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
গ্রামবাসীরা জানান, দুর্ঘটনাস্থলের পুকুরটি বাড়ির সামনেই অবস্থিত। খেলার এক পর্যায়ে শিশুটি অসাবধানতাবশত সেখানে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় নেমে আসে গভীর নীরবতা ও শোকের আবহ।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবার বা স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন,
গ্রামীণ এলাকায় প্রায়ই শিশুদের পুকুর, খাল বা জলাশয়ে পড়ে মৃত্যুর ঘটনা ঘটে। তাই বাড়ির পাশে এ ধরনের জলাশয় থাকলে অবশ্যই সুরক্ষা ব্যবস্থা বা বেড়া দেওয়ার প্রয়োজন।
শিশু আনাছের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছালে আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
ভিওডি বাংলা/ এমএইচ