• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ ভ্যাকসিন ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদিম আহমেদ, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তরুজ্জামান বকুল, নাগরপুর তদন্ত কর্মকর্তা আবদুল কদ্দূস,  নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধানশিক্ষক হোসেন আলী মনসুর সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়া সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: রাকিবুল ইসলাম লিন।

এ সময় নিবন্ধনের মাধ্যমে ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়। ১২ অক্টোবর হইতে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকাদান কর্মসূচি চলবে। পরবর্তীতে ০১ নভেম্বর হইতে ০৯ নভেম্বরের উপজেলার বারটি ইউনিয়নের ওয়ার্ডে টিকা দান কর্মসূচি চলমান থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
উলিপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন
উলিপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন