• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আওয়ামী লীগের কেন্দ্রীয় ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পি.এম.
প্রতীকী ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ২ নেতা সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অংশগ্রহণ এবং অর্থায়নে জড়িত ছিলেন। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তাররা হলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫), সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০) এবং আওয়ামী লীগের সংগঠক অংশগ্রহণকারী মো. মিরাজ হোসেন (২৬)।

গ্রেপ্তারদের রোববার (১২ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. বিপ্লব (৩০), মো. শহিদুল ইসলাম (২৮), মো. শাওন (১৯), মো. সাগর (২৩), মো. সোহেল (১৮), মো. শরিফ (২৫), আইদিদ (২০), মো. আসিফ হোসেন (৩২), মো. মোস্তাফিজুর রহমান রনি (৩৫), মো. নুরুজ্জামান (৪২), মো. আদিল (৩৭), মো. আবুল হোসাইন রানা (৪৬), মো. সাগর (২০), মো. আমির উদ্দিন (২১), সাব্বির (১৯), কিবরিয়া কাওসার (৩৭), মো. মাইনুদ্দিন হোসেন তৌফিক (২৩), মো. ইমন (২২), মো. আনিসুর রহমান (৩০), মো. শাওন (১৬), মো. শুভ (২৩), মো. উদয় (২৭), গোলাম মোর্শেদ (৩২), মো. সাগর (২৬), মো. ইরাজ হাসান (১৮) এবং মো. রাজিব (৩৫)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি
মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি
আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন
আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন
নিউরোসায়েন্সেস হাসপাতালে ভোগান্তিতে রোগীরা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ভোগান্তিতে রোগীরা