• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ভোলার চরফ্যাশনে ২০ পিস ইয়াবাসহ উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে চরফ্যাশন আদালতে সোর্পদ করা হয়েছে। এরআগে শনিবার রাত ১১ টার দিকে চরফ্যাশন বাজারের বটতলা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী জিন্নাগর ইউনিয়নের কাঞ্চন আলীর ছেলে।

পুলিশ জানায়, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দির্ঘদিন যাবত মাদক বেচা- বিক্রিতে জড়িত ছিলো। তথ্য প্রমানের তাকে গ্রেপ্তার করা যায়নি। শনিবার রাত ১১ টার সময় তিনি বাজারের বটতলা রোডে ইয়াবা বিক্রি করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, মাদকসহ  গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ মীর সাজু / এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা