• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৮:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে টাইফয়েড প্রতিরোধে টিকা (টিসিভি) প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) সকালে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে আর.এস.কে ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জানা গেছে, রাজবাড়ীতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৩ লাখ ১২ হাজার শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মাত্র ১ লাখ ২৫ হাজার শিশুর। টিকা কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, বিনোদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার ঘোষ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং আর.এস.কে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

এ সময় শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও হালাল। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কেউ অসুস্থ থাকলে পরবর্তীতে টিকা নিতে পারবেন। এমনকি রেজিষ্ট্রেশন না করেও শিশুরা এই টিকা নিতে পারবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
উলিপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন
উলিপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন