• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে ট্রেনের পাওয়ার কার থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

গৌরীপুর প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনে ট্রেনটি পৌঁছালে স্থানীয় রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

পরে নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার ছেলে আনোয়ারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। নিহতের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মেদনী সমাজ সহিদর ইউনিয়নে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মুখ ও হাতে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা বা নাশকতার শিকার হতে পারেন তিনি।

গৌরীপুর রেলওয়ে পুলিশ জানিয়েছেন লাশটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মচিমহা) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
উলিপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন
উলিপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন