• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে জরিমানা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির অভিযোগে ৪টি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে লাউফুলা ও চাপড়ী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে লাউফুলা বাজারের মনির মেডিকেল হলকে ৭ হাজার, ইনান মেডিকেল হলকে ৫ হাজার, জামাল মেডিকেল হলকে ৩ হাজার এবং চাপড়ী বাজারের সুধাংশু মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ানস স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী জরিমানা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। 

প্রসিকিউশন প্রদান করেন, টাঙ্গাইল জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ভেট) মোঃ আবু জাফর এবং অভিযানে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশের একটি টিম।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, “জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
উলিপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন
উলিপুরে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন