জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ


নারী ওয়ানডে বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে। শুরুতে দারুণ জয় পেয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করা টাইগ্রেসরা পরবর্তী দুই ম্যাচে হারেছে। তাই এই ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩:৩০ মিনিটে শুরু হবে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করা পাকিস্তান ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয়। জবাবে অভিষেক ওয়ানডেতে খেলতে নামা ওপেনার রুবাইয়া হায়দারের ঝিলিকের অনবদ্য হাফ-সেঞ্চুরির সঙ্গে ১১৩ বল খেলে টাইগ্রেসরা সহজ জয় অর্জন করে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে লড়াই করলেও ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের ব্যবধানে হারে। নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্স থেকে অনেক কিছু শেখার সুযোগ দেখেছেন অধিনায়ক জ্যোতি।
ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ২১ ম্যাচ খেলেছে, যার মধ্যে জিতেছে মাত্র ৩টি। বাকি ১৮ ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হেরে শেষ করে বাংলাদেশ।
ভিওডি বাংলা/জা