• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইটনায় দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ১২:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

‎রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

‎নিহত রুমান মিয়া মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ চলে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

‎স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিলো। দু'দিন আগে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে যান। এ সময় স্থানীয়রা একটি গরু উদ্ধার করেন। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রোববার দুপুরের দিকে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎মৃগা ইউপি চেয়ারম্যান মো. দারুল ইসলাম জানান, দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জনের মতো আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

‎ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোমরা স্থলবন্দরে আমদানি বাড়লেও কমছে না চালের দাম
ভোমরা স্থলবন্দরে আমদানি বাড়লেও কমছে না চালের দাম
নবাবগঞ্জে দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ২০টি ছাগল বিতরণ
নবাবগঞ্জে দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ২০টি ছাগল বিতরণ
কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি
কীর্তিনাশা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি