নবাবগঞ্জে দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ২০টি ছাগল বিতরণ


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ও দীপ্তি ভুবন সংস্থার উদ্যোগে দুঃস্থ ও দরিদ্র প্রতিবন্ধী মানুষের মধ্যে আয়বর্ধক কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে ২০টি ছাগল বিতরণ করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় দীপ্তি ভুবন কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক জনাব দেবাশীষ চৌধুরী রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো: মতিয়ার রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার ম্যানেজার মো: আহসান হাবিব।
বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়বর্ধন মুলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপকারভোগী ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ