ভোমরা স্থলবন্দরে আমদানি বাড়লেও কমছে না চালের দাম


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়েই চলেছে। তবুও স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে চালের দাম কমছে না।
ব্যবসায়ীরা বলছেন, বন্দর দিয়ে আসা আমদানি করা চালের বেশিরভাগই দেশের উত্তরাঞ্চল, রাজধানী ও চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা হচ্ছে, ফলে স্থানীয় বাজারে তার প্রভাব পড়ছে না।
স্থানীয় ক্রেতা ও ব্যবসায়ীদের মতে, পরিবহন ব্যয়, মজুদকারীদের প্রভাব এবং পাইকারি স্তরে সীমিত সরবরাহও চালের দাম না কমার অন্যতম কারণ হতে পারে। তারা আশা করছেন, বাজার মনিটরিং জোরদার হলে পরিস্থিতির উন্নতি ঘটবে।
সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৮ টাকায়। ২৮ জাতের চিকন চাল ৬২-৬৩ টাকা এবং মোটা চাল ৪৯-৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাসমতী চালের দাম কেজিপ্রতি ৮৫ টাকা ও আতপ চাল ৫৪-৫৫ টাকায় বিক্রি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, গত তিন মাস ধরে এই দামে চাল বিক্রি হচ্ছে, বাজারে কোনো পরিবর্তন আসেনি।
ভোমরা শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট ও সেপ্টেম্বরে বন্দর দিয়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৯২৩ টন চাল আমদানি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৭৪৫ কোটি ৫৭ লাখ টাকা।
এ বিষয়ে সাতক্ষীরা জেলার কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বলেন, “আমরা ভেবেছিলাম, ভোমরা দিয়ে চাল আমদানির পর স্থানীয় বাজারে কিছুটা প্রভাব পড়বে। কিন্তু প্রায় আড়াই মাস ধরে চালের দাম অপরিবর্তিত রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ