মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
“সমম্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব আল রানা, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, ক্যাব মধুপুর শাখার সভাপতি এসএম শহীদ'সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় ইউএনও জুবায়ের হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা এবং পূর্ব প্রস্তুতি গ্রহণই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে।
দিনব্যাপী এ কর্মসূচি শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নিনির্বাপন বিষয়ক একটি প্রদর্শনী মহড়া দেখান, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
ভিওডি বাংলা/ এমএইচ