• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালী‌তে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপল‌ক্ষে র‌্যালী ও মহড়া অনু‌ষ্ঠিত হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকা‌লে উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে ইয়ং পাওয়ার ইন স্যোশাল এ‌্যাকশন (ইপসা)র সহ‌যো‌গিতায় উপ‌জেলা প‌রিষদের মা‌ঠে র‌্যালী ও মহড়া অনু‌ষ্টিত হয়।

"সম‌ন্বিত উ‌দ্যোগ প্রতি‌রোধ ক‌রি দু‌র্যোগ " এ প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে সারা‌দে‌শের ন‌্যায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপল‌ক্ষে প্রথ‌মে র‌্যালী অনু‌ষ্টিত এরপর বাঁশখালী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃ‌ত্বে অ‌গ্নি নির্বাপক বি‌শেষ মহড়া করা হয়।

এ সময় অ‌তি‌থি ও আ‌লোচনায় অংশ নেন, বাঁশখালী উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভু‌মি) মোঃ ওমন সা‌নি আকন, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যাল‌য়ের প্রকৌশলী লিপটন ওম, বাঁশখালী সরকা‌রি বালিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সি‌নিয়র শিক্ষক মোঃ মাহবুব আলম, বাঁশখালী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান, উপ‌জেলা সি‌পি‌পি কার্যাল‌য়ের অপা‌রেটর মিঠু কুমার দাশ, উপ‌জেলা সি‌পি‌পির স্বেচ্চা‌সেবক সমন্বয়কা‌রি ও উন্নয়ন কর্মী কল‌্যাণ বড়ুয়া, ইপসার প্রজেষ্ট অ‌ফিসার মাহিনুর আক্তার, সহকা‌রি প্রজেষ্ট অ‌ফিসার রিয়াজ উদ্দিন তালুকদার, মুহাম্মদ এনামুল ইসলাম, এফ.এফ মোঃ সাজ্জাদুল ইসলাম, মোঃ আহসান ইম‌তিয়াজ, সি‌পি‌পির স্বেচ্ছা‌সেবক, ইয়ং পাওয়ার ইন স্যোশাল এ‌্যাকশন (ইপসা)র স্বেচ্ছা‌সেবক ও বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাগন শিক্ষার্থীরা অংশগ্রহন ক‌রেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম