• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কৃষকের ধান ক্রয়ে সরকারি উদ্যোগের আহ্বান লেবার পাটির

নিজস্ব প্রতিবেদক    ১৩ অক্টোবর ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশের বিভিন্ন জেলায় কৃষকরা ধান বিক্রি করে উৎপাদন খরচও তুলতে পারছেন না- এমন পরিস্থিতিতে কৃষকের ধান ক্রয়ে দ্রুত সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, বর্তমান বাজার ব্যবস্থায় কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা আগামী মৌসুমে ধান উৎপাদনে নিরুৎসাহ সৃষ্টি করবে এবং জাতীয় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে ফেলবে।

সোমবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে ডাঃ ইরান বলেন, সার, বীজ, কীটনাশক, শ্রমিক মজুরি ও কৃষি যন্ত্রপাতির দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু বাজারে ধানের দাম সেই হারে বাড়ছে না। উৎপাদনের ব্যয় মেটাতে না পেরে কৃষক আজ চরম সংকটে পড়েছেন। এখনই ন্যায্য মূল্যের নিশ্চয়তা না দিলে কৃষক কৃষি থেকে মুখ ফিরিয়ে নেবে, যা দেশের অর্থনীতি ও খাদ্যনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

তিনি বলেন, কৃষকের বাঁচার স্বার্থে সরকারকে অবিলম্বে মাঠপর্যায়ে সরাসরি ধান ক্রয়ের কার্যকর ব্যবস্থা নিতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকের কাছ থেকে ন্যায্য দামে ধান ক্রয়ে সরকারি ভর্তুকি বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে সার, বীজ, কীটনাশক ও কৃষি সরঞ্জামে ভর্তুকি বাড়ানো ছাড়া কৃষককে টিকিয়ে রাখা সম্ভব নয়।

লেবার পার্টি চেয়ারম্যান আরও বলেন, সরকারি ধান ক্রয়কেন্দ্রগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে। প্রতিটি উপজেলায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের জন্য আধুনিক মনিটরিং ব্যবস্থা চালু করা প্রয়োজন। পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্য মূল্য নির্ধারণে একটি জাতীয় কৃষিমূল্য কমিশন গঠন করা সময়ের দাবি।

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান মনে করেন, কৃষক শুধু খাদ্য উৎপাদন করেন না-  তারা জাতির আত্মনির্ভরতার প্রতীক। তিনি বলেন, একটি উৎপাদনমুখী ও ন্যায়ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে হলে কৃষককেই কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। কৃষকের মুখে হাসি ফিরলেই দেশ এগিয়ে যাবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে- এ সত্য এখনই সরকারকে উপলব্ধি করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিআর ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: মির্জা ফখরুল
পিআর ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে: মির্জা ফখরুল
অভিযুক্ত সেনা কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি লেবার পার্টির
অভিযুক্ত সেনা কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি লেবার পার্টির
এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি
এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি