• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সব জিম্মিকে ফিরে পেল ইসরায়েল, মুক্তির অপেক্ষায় ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের অংশ হিসেবে ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) তত্ত্বাবধানে সোমবার (১৩ অক্টোবর) গাজার বিভিন্ন এলাকা থেকে এই জিম্মিদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের অংশ হিসেবেই জিম্মিদের মুক্তি দেওয়া হয়।

প্রথম দফায় ৭ জন এবং পরবর্তী ধাপে আরও ১৩ জন ইসরায়েলিকে মুক্তি দেয় হামাস। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এইতান মর, গালি বারম্যান, জিভ বারম্যান, ওমরি মিরান, আলন ওহেল, গাই গিলবোয়া-ডালাল ও মাটান আংরেস্ট।

তেল আবিবে জিম্মিদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষ আনন্দে ফেটে পড়েন এই খবর ছড়িয়ে পড়তেই।

এদিকে চুক্তির অংশ হিসেবে এবার ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির অপেক্ষা করছে গাজা ও পশ্চিম তীর। এর মধ্যে ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজা থেকে আটক ১ হাজার ৭০০ জনকে মুক্তি দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২২ জন শিশু রয়েছে।

জিম্মি মুক্তির এই ঘটনায় সোমবার সকালে ইসরায়েলে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেন গুরিয়ন বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

আজ ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেবেন ট্রাম্প। এছাড়া জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকার জন্য তাকে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’ প্রদান করা হবে।

ইসরায়েল সফর শেষে গাজা যুদ্ধবিরতি ইস্যুতে বিশ্ব নেতাদের সম্মেলনে যোগ দিতে মিশরের শার্ম আল-শেখে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য নিহত
আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য নিহত
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ
শাটডাউনের মধ্যেও সেনাদের বেতন নিশ্চিতের নির্দেশ ট্রাম্পের
শাটডাউনের মধ্যেও সেনাদের বেতন নিশ্চিতের নির্দেশ ট্রাম্পের