• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাসিরের দুর্দান্ত পারফরম্যান্সে রংপুর চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক    ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন রংপুর।

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ফাইনালে ৮ উইকেটের বড় ব্যবধানে খুলনা বিভাগকে হারিয়েছে রংপুর। দলের হয়ে ফাইনালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন নাসির হোসেন।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে খুলনা বিভাগ। তাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মোহাম্মদ মিঠুন।

ফাইনালের মতো বড় মঞ্চে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়। 

১২০ বলে ১৩৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। ৭ ওভারে ৬১ তুলে দেন দুই ওপেনার জাহিদ জাভেদ আর নাসির হোসেন।

জাহিদ ২৪ বলে ২৭ করে আউট হন। হাফসেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ফেরেন নাসির। তিনি ৩১ বলে ৪৬ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ
জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ
মেসির জোড়া গোলে আটলান্টাকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি
মেসির জোড়া গোলে আটলান্টাকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি
পেনাল্টি মিসের রাতেও জয় রোনালদো-তোরেস-হালান্ডদের
পেনাল্টি মিসের রাতেও জয় রোনালদো-তোরেস-হালান্ডদের