রোনালদোর অবসর নিয়ে যা বললেন পেপে


ফুটবল বিশ্বে বয়স কেবল সংখ্যা এ কথাটির জীবন্ত উদাহরণ ক্রিস্তিয়ানো রোনালদো। ৪০ পেরিয়েও মাঠে ঝলমলে পারফরম্যান্সে মুগ্ধ করছেন সবাইকে। এবার তার দীর্ঘ ফুটবল জীবনের প্রসঙ্গে মুখ খুললেন রোনালদোর দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু পেপে।
পর্তুগালের তারকা ডিফেন্ডার পেপে জানিয়েছেন, রোনালদোর অবসর এখনো দূরের বিষয়। তিনি বিশ্বাস করেন, রোনালদো আরও অনেক বছর মাঠে রাজত্ব করবেন এবং নতুন নতুন রেকর্ড গড়বেন।
বেইন স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পেপে বলেন, তিনি কখন অবসর নেবেন? কেউ জানে না (হাসি)। তিনি এখনো রেকর্ড ভাঙছেন, আর আমি তার জন্য সত্যিই খুশি। একজন অসাধারণ খেলোয়াড় ও বন্ধুর মতো আশা করি তিনি আরও বহু বছর খেলবেন। তার অবসর আমাদের জন্য কঠিন হবে, কারণ তখন আর তার নাম টিভির পর্দায় দেখার সুযোগ পাব না।
রোনালদো বর্তমানে সৌদি ক্লাব আল নাসর-এর হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন। নতুন মৌসুমে এখন পর্যন্ত চার লিগ ম্যাচে চারটি গোল করেছেন এই তারকা ফরোয়ার্ড। তার লক্ষ্য দলকে লিগ শিরোপা ও এএফসি চ্যাম্পিয়নস লিগ জেতানো। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপেও খেলার স্বপ্ন দেখছেন তিনি।
রোনালদোর ফিটনেস ও অনুশীলনের প্রশংসা করেছেন প্রাক্তন ইংলিশ ফুটবলার জো কোলও। তার মতে, রোনালদো চাইলে মধ্য ৪০ পর্যন্ত খেলতে পারেন। তার ফিটনেস ও অনুশীলন পদ্ধতি এক কথায় অবিশ্বাস্য।
রোনালদো নিজেও ফিটনেস বজায় রাখতে কঠোর অনুশীলন ও খাদ্যাভ্যাস অনুসরণ করে যাচ্ছেন।
পেপে ও রোনালদো ক্লাব ও জাতীয় দল মিলিয়ে একসঙ্গে খেলেছেন ৩৪৮টি ম্যাচ। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয় ছাড়াও পর্তুগালের হয়ে ২০১৬ ইউরো ও ২০১৯ উয়েফা নেশনস লিগ শিরোপা জেতা তাদের যৌথ ক্যারিয়ারের সোনালি অধ্যায়।
ভিওডি বাংলা/ এমএইচ