• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ৩ অর্থনীতিবিদ

নিজস্ব প্রতিবেদক    ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পি.এম.
জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট-ছবি সংগৃহীত

অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এ বছর তিনজন যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন— জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

সোমবার (১৩ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে। উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা ও গবেষণার জন্য এ তিন অর্থনীতিবিদকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার জন্য এই তারা এই স্বীকৃতি অর্জন করেছেন। তাদের মধ্যে জোয়েল মোকিয়র যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক। তিনি প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত নির্ধারণে অবদানের জন্য এ পুরস্কার জিতেছেন।

বাকি দুজনের মধ্যে হলেন ফিলিপ আগিয়োঁ ফ্রান্সের কলেজ দ্য ফ্রান্স ও ইনসিয়াদ এবং যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক। আর পিটার হাউইট যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক। সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব বিকাশের জন্য তারা এ পুরস্কার বিজয়ী হয়েছেন।

রয়্যাল সুইডিশ একাডেমি জানায়, তাদের গবেষণা আধুনিক অর্থনৈতিক চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। উদ্ভাবন, প্রযুক্তি ও প্রতিযোগিতা কীভাবে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং সমাজে কাঠামোগত পরিবর্তন আনে, তা তাদের কাজের মাধ্যমে স্পষ্ট হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অনুপ্রবেশের’ কারণেই ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে: অমিত শাহ
‘অনুপ্রবেশের’ কারণেই ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে: অমিত শাহ
আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য নিহত
আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য নিহত
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ