• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমার মাটি আমার মা, ময়মনসিংহে যাবোনা

টাঙ্গাইল প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‘আমার মাটি আমার মা, ময়মনসিংহে যাবোনা’, ‘চাই চাই বিভাগ চাই, টাঙ্গাইলে বিভাগ চাই’, ‘আমাদের দাবি একটাই, টাঙ্গাইলে বিভাগ চাই’ ইত্যাদি নানা স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্তর। 

সোমবার(১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অর্ন্তভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে স্থানীয় ছাত্র-জনতা অবস্থান নিয়ে ওই বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিন সকাল সাড়ে ১১টায় তারা যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্তরে অবস্থান নিয়ে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুইপ্রান্তে যানচলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যমুনাসেতুর টোলপ্লাজার টোল আদায়ও। ফলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় সোমবার সকাল থেকে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১ টার দিকে তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। বেলা সাড়ে ১১টায় মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

মহাসড়ক অবরোধকারীরা জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া নতুন ম্যাপও দেয়া হয়েছে ওয়েবসাইটে। কোনভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না, ময়মনসিংহ বিভাগে যুক্ত করা যাবেনা। ঢাকা বিভাগেই রাখতে হবে- না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১২ টায় তারা অবরোধ তুলে নেয়। 

আন্দোলনকারী আকবর ও রাশেদ মিয়া জানান, টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল ঢাকা বিভাগে না থাকলে টাঙ্গাইলকে বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম জানান, আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। পরে তারা আন্দোলন প্রতাহার করে মহাসড়ক ছেড়ে দেয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামকে ভেঙে নতুন দুটি বিভাগ গঠনের উদ্যোগ নেয় বিগত সরকার। বর্তমান অন্তর্র্বতী সরকারও বিষয়টি নিয়ে আলোচনা করছে। ১১ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে। সেখানে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় স্থানীয় কয়েক হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

প্রকাশ, ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর মাসে ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। তখন টাঙ্গাইলকে এই বিভাগে যুক্ত করার কথা ছিল। জেলাবাসীর আন্দোলন ও ২৫ লাখের বেশি গণসাক্ষর দেওয়ার পরে টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুরে দোকানে হামলাকারীদের শাস্তির দাবিতে গণসমাবেশ
সৈয়দপুরে দোকানে হামলাকারীদের শাস্তির দাবিতে গণসমাবেশ
রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতেই নেই বর্জ্য ফেলার জায়গা
রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতেই নেই বর্জ্য ফেলার জায়গা
সোহাগ পরিবহনে অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক
সোহাগ পরিবহনে অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক