গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


‘সমন্বিত উদ্যোগ ও দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় গৌরীপুর উপজেলা চত্বরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া দিয়ে কলা-কৌশল শিখিয়ে দেয়।
এতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সহকারী কমিশনার ভুমি সুনন্দা সরকার প্রমা এসময় উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির বদরুজামান,সেক্রেটারী আবু ইউসুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামছুদ্দিন, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমি, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিওডি বাংলা/ এমএইচ