তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ও হাটবাজারে ঘুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা জানাচ্ছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা , তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, খন্দকার সেলিম জাহাঙ্গীর। তিনি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ -তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
আজ সোমবার(১৩ অক্টোবর) ১১ টায় উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
সেখানে দলীয় নেতাকর্মী ও কলেজ কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানান। এর আগে কয়েক মাস ধরে তিনি তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন ছিল।
সমবেত সকলের উদ্দেশ্যে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, ‘তরুণ প্রজন্মই হলো আগামীর বাংলাদেশ। দেশের অগ্রগতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। আমি রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরেছি।
গ্রামে ঘুরে সর্বসাধারন মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। মানুষ এখন পরিবর্তন চায়। তারা একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সিরাজগঞ্জ -৩ আসন চায়। আমি মানুষের সেই দাবি বাস্তবায়নে নিজেকে বিলিয়ে দেব।’
তিনি নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষের দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষ মুখ ফিরিয়ে নেয়। দল শুধু সৎ ও যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে ।’
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময় হামলা মামলা, জেল জুলুমের শিকার হয়েছি। কিন্তু আমি প্রতিশোধ না নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণ এলাকায় পরিণত করেছি।
এ সময় খন্দকার সেলিম জাহাঙ্গীরের সফর সঙ্গী ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, বারুহাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জিন্দানী ডিগ্রি কলেজের সভাপতি হাসান ইকবাল শহীদ , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ন আহবায়ক নিশাত তাসলিম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন আনসারী, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি খন্দকার আব্দুস সালাম , বিএনপি নেতা রফিকুল ইসলাম নান্নু সহ অসংখ্য দলীয় নেতাকর্মীবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ