• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ও হাটবাজারে ঘুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা জানাচ্ছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা , তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি,  খন্দকার সেলিম জাহাঙ্গীর। তিনি সিরাজগঞ্জ-৩  (রায়গঞ্জ -তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

আজ সোমবার(১৩ অক্টোবর) ১১ টায় উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
সেখানে দলীয় নেতাকর্মী ও কলেজ কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানান। এর আগে কয়েক মাস ধরে তিনি তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন ছিল।

সমবেত সকলের উদ্দেশ্যে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, ‘তরুণ প্রজন্মই হলো আগামীর বাংলাদেশ। দেশের অগ্রগতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। আমি রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরেছি।
গ্রামে ঘুরে সর্বসাধারন মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের চোখে আমি পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখেছি। মানুষ এখন পরিবর্তন চায়। তারা একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সিরাজগঞ্জ -৩ আসন চায়। আমি মানুষের সেই দাবি বাস্তবায়নে নিজেকে বিলিয়ে দেব।’

তিনি নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষের দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষ মুখ ফিরিয়ে নেয়। দল শুধু সৎ ও যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে ।’

তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময় হামলা মামলা, জেল জুলুমের শিকার হয়েছি। কিন্তু আমি প্রতিশোধ না নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণ এলাকায় পরিণত করেছি।

এ সময় খন্দকার সেলিম জাহাঙ্গীরের সফর সঙ্গী ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, বারুহাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জিন্দানী ডিগ্রি কলেজের সভাপতি হাসান ইকবাল শহীদ , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ন আহবায়ক নিশাত তাসলিম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন আনসারী, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি খন্দকার আব্দুস সালাম , বিএনপি নেতা রফিকুল ইসলাম নান্নু সহ অসংখ্য দলীয় নেতাকর্মীবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াগাতীতে পারিবারিক কলহে সংঘর্ষে দুইজন গুরুতর আহত
নড়াগাতীতে পারিবারিক কলহে সংঘর্ষে দুইজন গুরুতর আহত
সৈয়দপুরে দোকানে হামলাকারীদের শাস্তির দাবিতে গণসমাবেশ
সৈয়দপুরে দোকানে হামলাকারীদের শাস্তির দাবিতে গণসমাবেশ
রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতেই নেই বর্জ্য ফেলার জায়গা
রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতেই নেই বর্জ্য ফেলার জায়গা