আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পেল কক্সবাজার বিমানবন্দর


কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। বিষয়টি সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Civil Aviation Rules, 1984 এর Rule 16 অনুযায়ী, Sub-rule (1)-এ প্রদত্ত ক্ষমতাবলে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলো।
এতে আরও বলা হয়, "জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।"
উল্লেখ্য, কক্সবাজার পর্যটননির্ভর একটি এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিমানবন্দরের দাবি জানিয়ে আসছিল স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী মহল। এ ঘোষণার ফলে আন্তর্জাতিক পর্যটক ও বিনিয়োগকারীদের আগমন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
ভিওডি বাংলা/ এমএইচ