টপ নিউজ
ব্রাহ্মণবাড়িয়া চোরচক্রের আস্তানায় পুলিশের হানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পি.এম.


ছবি: ভিওডি বাংলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ বিশেষ অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।
শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৮নং বিটঘর ইউনিয়নের ছিনামাছি (উত্তরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়ি থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় চোরাই মোটরসাইকেলের সাথে জড়িত ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে। ঘটনাটি নিয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ