ইবিতে ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখার মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা


‘শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত’- এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাওয়া জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 'মাইন্ড ম্যারাথন' প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ‘তারারমেলা’ শাখা।
সোমবার (১৩ অক্টোবর) ফুলকুঁড়ি আসর তারামেলার শাখার অধীনস্থ ক্যাম্পাস সংগগ্ন স্কুল গুলোতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল ও কলেজ, বসন্তপুর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল, বসন্তপুর সম্মিলনী উচ্চ মাধ্যমিক স্কুল ও বসন্তপুর সরকারি প্রাইমারি স্কুল-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শাখার সহকারী পরিচালক মুবাশ্বির আলমের তত্ত্বাবধানে এবং অফিস ও শিক্ষা সম্পাদক সাদাত সালেহীন, সাহিত্য ও প্রকাশানা সম্পাদক ওয়েজ কুরুনী ও মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি পরিচালিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার পরিচালক অগ্রপথিক মির্জা সিফাত।
৫০ নম্বরের এই প্রতিযোগিতায় (সিজন-২) সঠিক 'উত্তর; সংক্ষিপ্ত প্রশ্ন; সাধারণ জ্ঞান; সাম্প্রতিক বিষয়াবলী; পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন এবং আইকিউ' অন্তর্ভুক্ত ছিল।
পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্লু বার্ড প্রাথমিক বিদ্যালয়, আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিনারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় এবং হরিনারায়নপুর সরকারি প্রাইমারি স্কুল-সহ অন্যান্য স্কুল।
এবিষয়ে ফুলকুঁড়ি আসর ‘তারারমেলা’ শাখার পরিচালক খন্দকার আহনাফুজ্জমান বলেন, 'এই প্রতিযোগিতায় পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির প্রায় ১৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ করার সুযোগ থাকবে। আশা করা যাচ্ছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি এক ভিন্নমাত্রা লাভ করে।
তিনি আরো বলেন, 'আমরা বিশ্বাস করি আমাদের এই মাস ব্যাপী যে কর্মসূচি তা শিশু-কিশোরদের মনন বিকাশের জন্য সবচেয়ে বেশি কর্যকরি ভূমিকা রাখবে। আমরা শিশু বিকাশ কার্যক্রমের জন্য যতগুলো ক্ষেত্রে কাজ করা প্রয়োজন ততগুলো ক্ষেত্রে কাজ করে যাওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে শিক্ষার্থীদের নতুন কিছু শেখার এবং মেধার সঠিক মূল্যায়নের সুযোগ এনে দিয়েছে ‘মাইন্ড ম্যারাথন।’
ভিওডি বাংলা/ এমএইচ