• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে পেঁয়াজ বোঝাই নসিমন ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নসিমনচালক গুরুতরভাবে আহত হয়েছেন। 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের সার্ভিস রোডের দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দত্তপাড়া থেকে আসা একটি পেঁয়াজবোঝাই নসিমন সার্ভিস রোড ধরে হাইওয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ট্রাকের নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। 

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, “দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত নসিমনচালককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক।” সংঘর্ষের পরপরই ট্রাকচালক ট্রাকটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক  জানান, “দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে এলাকাবাসীর অভিযোগ, সার্ভিস রোড দিয়ে ভারী যানবাহনের চলাচল বেআইনি হলেও তা বন্ধে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই। ফলে প্রায়ই এ রাস্তায় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সার্ভিস রোডে ভারী যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি ও নিয়মিত পুলিশি টহল নিশ্চিত করা না হলে এমন দুর্ঘটনা আরও বাড়বে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ
তাড়াশে শিক্ষার্থীদের মাঝে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ
নড়াগাতীতে পারিবারিক কলহে সংঘর্ষে দুইজন গুরুতর আহত
নড়াগাতীতে পারিবারিক কলহে সংঘর্ষে দুইজন গুরুতর আহত
সৈয়দপুরে দোকানে হামলাকারীদের শাস্তির দাবিতে গণসমাবেশ
সৈয়দপুরে দোকানে হামলাকারীদের শাস্তির দাবিতে গণসমাবেশ