• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দলিল লেখকের কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, দুদকের মামলা

ফেনী প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কোটি টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফেনী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক দলিল লেখক মীর মোহাম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ অক্টোবর) রাতে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মীর মোহাম্মদ ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় মজলিশপুর গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি ফেনী শহরের রামপুর এলাকায় বসবাস করছেন।

দুদক সূত্রে জানা যায়, দলিল লেখক হিসেবে দায়িত্ব পালনকালে মীর মোহাম্মদের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ওই অভিযোগের ভিত্তিতে দুদক প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করে।

অনুসন্ধানে দেখা যায়, মীর মোহাম্মদ ২০২৩ সালের ৮ আগস্ট দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৫৭৬ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়া তিনি জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৩৩ টাকার সম্পদ অর্জন করে ভোগদখল করেছেন।

দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এ অপরাধ শাস্তিযোগ্য।

এ প্রেক্ষিতে রোববার (১২ অক্টোবর) দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মীর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বাদী চিন্ময় চক্রবর্তী বলেন, “দুদকের অনুমোদনের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলাকালে ঘটনার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা বা নতুন কোনো তথ্য উদঘাটিত হলে তা আইনানুগভাবে তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
তাড়াশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
শিবচরে ছাত্রদলের দুই নেতা সড়ক দুর্ঘটনায় নিহত
শিবচরে ছাত্রদলের দুই নেতা সড়ক দুর্ঘটনায় নিহত
জয়পুরহাটে এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ
জয়পুরহাটে এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ