শিবচরে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শিত


দীর্ঘ ১৭ বছর পর মাদারীপুরের শিবচরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্ব গণমাধ্যম বিবিসিকে দেওয়া বহুল আলোচিত সাক্ষাৎকারের প্রথম ও দ্বিতীয় পর্ব প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬:৩০ মিনিটে শিবচর পৌর মার্কেট সংলগ্ন শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এই বিশেষ প্রদর্শনী আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবচর উপজেলা শাখা।
“গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন শিবচর উপজেলা বিএনপি'র সদস্য সচিব সোহেল রানা। তার নেতৃত্বে বিএনপি'র নেতাকর্মীরা একত্রিত হয়ে তারেক রহমানের সাক্ষাৎকারটি জনসমক্ষে তুলে ধরেন।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক শাহাদাত হোসেন খান, পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হোসেন সেলিম খান, মো সাইদুজ্জামান নাসিম, যুবদল নেতা সজীব খান, যুবদল নেতা তানভীর হাসান উজ্জ্বল, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খানসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপি'র সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আরও শক্তিশালী হবে এবং তারেক রহমানের দিকনির্দেশনা সাধারণ মানুষের মাঝে পৌঁছে যাবে।”
বক্তারা আরও বলেন, “গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এই সাক্ষাৎকার নতুন প্রেরণা যোগাবে,ইনশাআল্লাহ।”
ভিওডি বাংলা-আহসান হাবীব /জা