• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাইব্যুনালে হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ উদ্ধৃতি

নববধূ ধর্ষণ মামলায় বঙ্গবন্ধুর হস্তক্ষেপে রক্ষা পান মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪১ পি.এম.
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম-সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক-ছবি সংগৃহীত

বিখ্যাত নাট্যকার ও ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের লেখা ‘দেয়াল’ উপন্যাসের অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি আদালতে জানান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ১৯৭২ সালে টঙ্গীতে সংঘটিত নবদম্পতি হত্যা ও নববধূ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছিল। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরাসরি হস্তক্ষেপে মামলাটি থেকে মোজাম্মেল হক রেহাই পান।

চিফ প্রসিকিউটর বলেন, “বঙ্গবন্ধু ঘরে ঢুকতেই মোজাম্মেলের বাবা ও দুই ভাই কেঁদে পায়ে পড়ে যান। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি পায়ের নিচে পড়ার চেষ্টা করলেও পা খুঁজে পাননি, কারণ তা মোজাম্মেলের আত্মীয়দের দখলে ছিল।”  

এই ঘটনা হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ উপন্যাসেও উল্লেখ রয়েছে, যা তিনি আদালতে পৃষ্ঠা ৮৫ থেকে পড়েন। এছাড়া Anthony Mascarenhas-এর Bangladesh: A Legacy of Blood বইতেও এ ঘটনার বর্ণনা আছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, মোজাম্মেলের পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর কাছে মামলা থেকে রেহাই চেয়েছিলেন এবং বঙ্গবন্ধু মেজর নাসেরকে সরিয়ে দিয়ে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।

২০২৪ সালের জুলাই মাসে এক সমাবেশে আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, “আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং দেইনি, চেতনা দিয়েছি।” চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, ১৯৭২ সালের জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তি পরবর্তীতে বঙ্গবন্ধুর চেতনার কথা বলছেন।

সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা সংঘটিত হয়, যার একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে যুক্তিতর্ক চলছে।

উল্লেখ্য, আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন মামলাও বিচারাধীন। তিনি বর্তমানে পলাতক।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদকের মামলায় জামিন মেলেনি আসাদুজ্জামান নূরের
দুদকের মামলায় জামিন মেলেনি আসাদুজ্জামান নূরের
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় পেজে সাইবার হামলা
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় পেজে সাইবার হামলা
চব্বিশের গণঅভ্যুত্থান ছিল অনিবার্য: চিফ প্রসিকিউটর
চব্বিশের গণঅভ্যুত্থান ছিল অনিবার্য: চিফ প্রসিকিউটর