• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

“দেশ কোথায় যাচ্ছে, বিএনপিকে দেশটা বাঁচাতে হবে”: ব্যারিস্টার শামীম

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০২:০১ পি.এম.
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী-ছবি সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনীতি জটিল অবস্থায় পৌঁছেছে। তিনি বলেন, সংবিধান, গণপরিষদ ও বিভিন্ন প্রস্তাবকে সামনে এনে একটি কুটিল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে উঠেছে।

ব্যারিস্টার শামীম বলেন, “একটি ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, কিন্তু এটি জটিলতা কমাতে পারছে না, বরং নতুন সমস্যা সৃষ্টি করছে। এখন কেয়ারটেকার সরকারের প্রভিশন নিয়ে আলোচনা চলছে। প্রশ্ন হলো-বর্তমান সরকার কি নির্বাচনের জন্য প্রস্তুত, নাকি কেয়ারটেকার সরকার আসলে ভোট বৈধ হবে?”

ব্যারিস্টার শামীম মনে করেন, সংবিধান অনুযায়ী ছয় মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের বিধান রয়েছে। এর বাইরে কোনো এক্সেপশন করা হয়নি। অথচ সরকার সেই সময়সীমা উপেক্ষা করে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি আরও বলেন, “আপনি যদি দেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত করতেন, জনগণ হয়তো আপনাকে ২০ বছর ক্ষমতায় রাখত। কিন্তু আপনি দেশটাকে পাকিস্তান, আফগানিস্তানের দিকে ঠেলে দিয়েছেন-যেখানে সুশাসন নেই, মানুষ সুখী নয়। এখন ছয় মাসের মধ্যে নির্বাচনই হতো সবচেয়ে মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রস্থান।”

জাতীয় পার্টির এই নেতা সতর্ক করে বলেন, বর্তমানে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাজনীতিবিদদের কেউই এর কোনো সহজ সমাধান দেখছেন না।

শেষে তিনি বলেন, “এখন বিএনপির ওপর বড় দায়িত্ব এসেছে। দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে বিএনপিকেই এগিয়ে আসতে হবে। যদি তারা দায়িত্বশীল নেতৃত্ব দেয়, তাহলে হয়তো দেশকে বাঁচানো সম্ভব।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল
খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল
নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান
নির্বাচনে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না জনগণ: নজরুল ইসলাম খান