• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ

রাজশাহী ব্যুরো    ১৪ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে প্রচারণার সময় বাকি আর মাত্র একদিন। 

তফসিল অনুযায়ী মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রচারণার শেষ দিন। আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

সোমবার ছিল জমজমাট প্রচারণার দিন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রার্থীরা সকাল থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন সংলগ্ন এলাকায় নবীন শিক্ষার্থীদের কাছে ছুটে যান। কুশল বিনিময়ের পাশাপাশি চলে ভোট ও সমর্থন আদায়ের চেষ্টা। এছাড়া ক্যাম্পাসজুড়েও প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য যায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এদিন আনুষ্ঠানিকভাবে প্রায় চার হাজার নতুন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। এই নবীন শিক্ষার্থীরাই আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল।

তবে এদিন অনুষ্ঠানস্থলে প্রার্থীদের প্রচারণার জন্য প্রবেশাধিকার ছিল না। ফলে প্রার্থীরা মিলনায়তনের বাইরে অপেক্ষমাণ থেকে নবীনদের সঙ্গে সংযোগ স্থাপন করেন।
ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থীরা প্রচারণায় সরব ছিলেন। প্যানেলটির ভিপি পদপ্রার্থী নূর উদ্দিন আবীর নবীন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে বলেন, ‘তোমাদের ভোটাধিকার আদায়ে আমি একমাত্র ভিপি পদপ্রার্থী লড়াই করেছি। আর কোনো ভিপি পদপ্রার্থী লড়াই করেননি। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে আমাকে বিবেচনায় রাখবেন। ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল আপনাদের ভোটাধিকার আদায়ের জন্য লড়াই করে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে শেখ নূর উদ্দিন আবীর বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটাধিকার ছিল না। পরে তারা ভোটাধিকার পায়, যা ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেনের আন্দোলনের ফসল। আমরা নবীন শিক্ষার্থীদের থেকে ভালো সাড়া পাচ্ছি। আমরা মনে করি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রতি নবীন শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন থাকবে।’
প্রচারণা চালাচ্ছিলেন একই প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। তিনি বলেন, ‘আমরা নবীন শিক্ষার্থীদের থেকে ভালো সাড়া পাচ্ছি। আমরা জয়ের বিষয়ে আশাবাদী।’

এদিকে সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রার্থী শাহরিয়ার আলম বাউলের সাজে সমর্থকদের নিয়ে পরিবহন মার্কেটের আমচত্বরে গানের আসর বসিয়ে ভিন্নধর্মী প্রচার চালান। তাঁর কণ্ঠে ছিল, ‘মিলন হবে কত দিনে…।’

অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদেরও প্রচারপত্র বিলি করতে দেখা যায়। এদের মধ্যে ছিলেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আহসান হাবীব, স্বতন্ত্র মিডিয়া প্রচার সম্পাদক পদে ফাহির আমির, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের মহিলাবিষয়ক সম্পাদক পদে সামসাদ জাহান এবং স্বতন্ত্র সিনেট প্রার্থী নোমান ইমতিয়াজসহ অনেক প্রার্থীদের প্রচারণায় দেখা যায়।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর
শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা
শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা
রাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
রাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা