• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে অভাবিত সাফল্য পেলেও ওয়ানডে ফরম্যাটে হোঁচট খেয়েছে লাল-সবুজের দল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটিতে হেরে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে তারা। আজ মঙ্গলবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ৮১ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ নিশ্চিত করে আফগানিস্তান। অথচ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে ওয়ানডেতে আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটিং ব্যর্থতাই হারিয়ে দিয়েছে সেই গতি।

মূলত বেপরোয়া ব্যাটিং ও মাঝারি মানের পারফরম্যান্সই ব্যর্থতার মূল কারণ। আফগান সিরিজের আগেই ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। টানা দুই হারের ফলে শেষ ১১ ওয়ানডেতে ১০টিতে পরাজিত হয়েছে দল। যে ফরম্যাটে একসময় বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করা হতো, সেই ফরম্যাটেই এখন দুর্বলতা স্পষ্ট।

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২১ বার। বাংলাদেশ এগিয়ে আছে ১১ জয়ে, আফগানিস্তানের জয় ১০টিতে। আজকের ম্যাচে আফগানিস্তান জিতলে শুধু হোয়াইটওয়াশই নয়, প্রথমবারের মতো মুখোমুখি রেকর্ডেও সমতা নিয়ে আসবে তারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী বরিশাল
বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী বরিশাল
ম্যাচ চলাকালে প্রাণ হারালেন ভারতের পেসার আহমার
ম্যাচ চলাকালে প্রাণ হারালেন ভারতের পেসার আহমার
রোনালদোর অবসর নিয়ে যা বললেন পেপে
রোনালদোর অবসর নিয়ে যা বললেন পেপে