• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় ১৪ অক্টোবর (মঙ্গলবার) কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম গার্লস উচ্চ বিদ্যালয় ও ডিএম পাইলট একাডেমী এই তিনটি প্রতিষ্ঠানে শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।

শিশু অধিকার সপ্তাহের মূল উদ্দেশ্য হলো শিশুদের অধিকারকে সর্বজনীনভাবে স্বীকৃতি দেওয়া, তাদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে দায়িত্বশীলতা বৃদ্ধি করা। এই সপ্তাহের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ, সৃজনশীল ও সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গোলাম রব্বানী, পরিতোষ চন্দ্র, আঃ মান্নান, মাসুদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায়, রোকন উদ-দৌলাসহ  শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্প কর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাউল ও গীতিকার আব্দুস সালামের পাশে জেলা প্রশাসন
বাউল ও গীতিকার আব্দুস সালামের পাশে জেলা প্রশাসন
পদ-পদবি কিংবা প্রতিষ্ঠানের নাম দেখে বিবেচনা করা চলবে না : সারজিস
পদ-পদবি কিংবা প্রতিষ্ঠানের নাম দেখে বিবেচনা করা চলবে না : সারজিস
পাংশায় সাবেক এমপি সাবু'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পাংশায় সাবেক এমপি সাবু'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল