• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেসবুক-টিকটকের আয় ভিক্ষার সমান: শাহেদ আলী

বিনোদন ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পি.এম.
দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ শাহেদ আলী-ছবি সংগৃহীত

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ শাহেদ আলী। মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে সমানতালে কাজ করছেন নাটক, বিজ্ঞাপন ও সিনেমায়। অভিনয়ের পাশাপাশি প্রথম দিকে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। ধীরে ধীরে পরিশ্রম ও দক্ষতায় নির্মাতাদের কাছে নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছেন।

সামাজিকমাধ্যমে কনটেন্ট নির্মাণের বর্তমান প্রবণতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই শক্তিমান অভিনেতা। এক ফেসবুক পোস্টে শাহেদ আলী লেখেন, “ফেসবুক, টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোর মধ্যে আমি কোনো তফাত করি না।”

তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে একমত হলেও, বিপক্ষে মতও এসেছে বেশি।

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের গায়ক লুৎফর হাসান বলেন, “শতভাগ অমত প্রকাশ করছি বড় ভাই। আপনি যে অভিনয় করে পারিশ্রমিক নেন, সেই কনটেন্ট এই ফেসবুকে যায়, টিকটকে যায়, সেসব থেকেই আপনার প্রডিউসার তার লগ্নিকৃত টাকা তোলেন।”

জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীনের দলনেতা ও গিটারিস্ট জিয়াউর রহমানও শাহেদের বক্তব্যের সঙ্গে একমত নন। তিনি মন্তব্য করেন, “তিনটি ভিন্ন শব্দ আছে-ব্যবহার, অপব্যবহার, গালি। দর্শকেরই উচিত কোনটি বিষয়বস্তু আর কোনটি নয়, তা ঠিক করে নেওয়া। সমস্যাটি আসলে দর্শকের রুচির মধ্যে। রুচির দুর্ভিক্ষের দায় ইউটিউব বা ফেসবুকের ওপর চাপিয়ে লাভ নেই।”

গায়ক জুয়েল মোর্শেদও শাহেদের বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি সংক্ষেপে লিখেছেন, “সম্পূর্ণ অসম্মত।”

উল্লেখ্য, কদিন আগেই মুক্তি পেয়েছে শাহেদ আলী অভিনীত চলচ্চিত্র ‘ফেরেশতে’। সম্প্রতি তিনি আরও একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘদিন ধরে মঞ্চনাটকে সক্রিয় এই অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘আগুনযাত্রা’–তে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পরিচয়ে আসছেন ফারিণ
নতুন পরিচয়ে আসছেন ফারিণ
সানজিদার আর্তনাদ- আমাকে বাঁচান, পুলিশ পাঠান
সানজিদার আর্তনাদ- আমাকে বাঁচান, পুলিশ পাঠান
ছড়িয়ে পড়েছে তনির বিয়ের খবর
ছড়িয়ে পড়েছে তনির বিয়ের খবর