• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইবি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাবিক, সম্পাদক সাঈদ

ইবি প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ০৪:২১ পি.এম.
সাবিক, সম্পাদক। ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন (IUSA)-এর ২০২৫-২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুফতাইন আহম্মাদ সাবিক এবং সাধারণ সম্পাদক হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীয়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত সাঈদ মনোনীত হয়েছেন। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটিকে অনুমোদন দেয়া হয়।

নব্য কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তারিফ (ফুটবল), সাইফুল (ক্রিকেট), জায়েদ (ভলিবল), সাদিয়া ইসলাম (কারাতে),বৃষ্টি (ব্যাডমিন্টন),শুভ (ফুটবল),উৎস (দাবা), চয়ন (সাঁতার) ও ইয়াদাব (বাস্কেটবল)।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন সাব্বির (ভলিবল ও ফুটবল),জুলকার নাঈন দোলন (ক্রিকেট)। 

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নূর ই আলম (ফুটবল);  সহ-সাংগঠনিক সম্পাদক পদে আব্দুন নূর স্মরণ (ক্রিকেট ও টেবিল টেনিস), রাকিব (ক্রিকেট), মাহী (ফুটবল), আল-আমিন (অ্যাথলেটিক্স), জাফর (কাবাডি); কোষাধ্যক্ষ পদে তন্ময় (ব্যাডমিন্টন); সহ-কোষাধ্যক্ষ পদে জায়েদ (সাঁতার); পদে দপ্তর সম্পাদক: ফারহানা নাসরিন (কারাতে ও ভলিবল); উপ-দপ্তর সম্পাদক পদে রিয়ন আহমেদ (ক্রিকেট ও ভলিবল) ওআবু রায়হান বাবু (ফুটবল); প্রচার সম্পাদক পদে  মানিক হোসেন (ক্যারাম ও ফুটবল); সহ-প্রচার সম্পাদক পদে রাকিব (ব্যাডমিন্টন), সাজ্জাদ হোসাইন (কারাতে) ও তামিম (ভলিবল ও ফুটবল) মনোনীত হয়েছেন। 

কার্যকরী সদস্য পদে আছেন রাতুল হোসাইন (ক্রিকেট), যায়েদ বিন ওসমান (ক্রিকেট), রাইসুল ইসলাম (অ্যাথলেটিক্স), আরাফাত আলী (ফুটবল), বনি খাতুন মেরী (ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্স), ফাহমিদা খাতুন মৌ (হ্যান্ডবল) এবং জুবায়ের হোসেন (ফুটবল ও ক্রিকেট)।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন (IUSA) হলো বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রম পরিচালনাকারী প্রধান সংগঠন। এটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ক্রীড়া চেতনা ও সুস্থ বিনোদন প্রচারে কাজ করে। অ্যাসোসিয়নটি আন্তঃবিভাগীয় ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে এবং জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় খেলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং দলগত চেতনা গড়ে তুলতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর
শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা
শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা
রাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
রাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা