• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বাড়ি ভাড়া বাড়ানোসহ শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহিদ মিনার থেকে শিক্ষকরা কর্মসূচি শুরু করে শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

এর আগে দুপুর ১২টার দিকে তাদের কর্মসূচি শুরু করার কথা ছিল। এ বিষয়ে তখন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছিলেন, প্রশাসনের অনুরোধে মার্চ টু সচিবালয় কর্মসূচি কিছুটা বিলম্বে শুরু হবে। মার্চ টু সচিবালয় কর্মসূচি স্থগিত করা হয়নি।

২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষকদের এ কর্মসূচি চলছে।  

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ
৭ কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ
মাউশি ভেঙে হচ্ছে পৃথক দুই অধিদপ্তর
মাউশি ভেঙে হচ্ছে পৃথক দুই অধিদপ্তর
কাল থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা
কাল থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা