মার্কিন শুল্কে বিপাকে ভারত, খুঁজছে বিকল্প বাজার


যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ বাড়তি শুল্কের প্রভাব মোকাবিলায় ভারতের টেক্সটাইল রপ্তানিকারকরা ইউরোপে নতুন বাজার খুঁজছেন। একই সঙ্গে তারা বিদ্যমান মার্কিন ক্রেতাদের জন্য ছাড়ও দিচ্ছেন।
গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেন। এতে পোশাক, গয়না ও চিংড়িসহ ভারতের বিভিন্ন পণ্যের রপ্তানি প্রভাবিত হয়েছে।
মুম্বাইয়ের এক পোশাক রপ্তানিকারক জানিয়েছেন, তার প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়নের বাজারে বহুমুখী রপ্তানিতে জোর দিচ্ছে। তিনি আশা করছেন, ইইউর সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি হলে ভারতের রপ্তানি আরও বৃদ্ধি পাবে।
ভারত ও ইইউ এখন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য নিবিড় আলোচনা করছে। চলতি বছরের শেষ নাগাদ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় রপ্তানিকারকরা ইউরোপীয় মানদণ্ড মেনে চলার জন্য উৎপাদন স্থাপনা আধুনিকায়ন করছেন। ক্লোদিং ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রাহুল মেহতা জানান, রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে আগ্রহী। ২০২৫ সালের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিল ভারতের টেক্সটাইল ও পোশাক রপ্তানির প্রধান বাজার, যা মোট রপ্তানির প্রায় ২৯ শতাংশ।
মুম্বাইভিত্তিক ক্রিয়েটিভ গ্রুপের চেয়ারম্যান বিজয় কুমার আগারওয়াল বলেন, কিছু রপ্তানিকারক ইতোমধ্যে মার্কিন ক্রেতাদের ধরে রাখার জন্য বিশেষ ছাড় দিয়েছেন। তিনি উল্লেখ করেন, শুল্কের কারণে তার কোম্পানির ১৫ হাজার কর্মীর মধ্যে অন্তত ৬-৭ হাজারকে ছাঁটাই করতে হতে পারে এবং উৎপাদন কারখানা ওমান বা বাংলাদেশে স্থানান্তরের পরিকল্পনা হতে পারে।
সূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/জা