• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শমিত-জায়ান থাকলেও একাদশে নেই জামাল

স্পোর্টস ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের একাদশ ঘোষণা করা হয়েছে। বিরতির পর অধিনায়ক জামাল ভূঁইয়াও মাঠে নামেননি। অনেক সমালোচনার পর কোচ হাভিয়ের কাবরেরা আয়োজিত অ্যাওয়ে ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছেন।

জায়ান আহমেদ, শমিত সোম ও তপু বর্মণ একাদশে জায়গা পেয়েছেন। নেই ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। গোলকিপার হিসেবে আস্থা রাখা হয়েছে মিতুল মারমার উপর। রক্ষণে তপুর সঙ্গে খেলবেন শাকিল আহাদ তপু ও তারিক কাজী। লেফট ব্যাকে রয়েছেন জায়ান আহমেদ, আর রাইট ব্যাকে সাদ উদ্দিন। মিডফিল্ডে চারজন খেলবেন-হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরসালিন। সম্ভাব্য ৫-৪-১ ফর্মেশনে নম্বর নাইন হয়ে মাঠে নামতে পারেন রাকিব হোসেন।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মণ (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হংকংয়ের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী বরিশাল
বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী বরিশাল
ম্যাচ চলাকালে প্রাণ হারালেন ভারতের পেসার আহমার
ম্যাচ চলাকালে প্রাণ হারালেন ভারতের পেসার আহমার