• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এপিবির নতুন সভাপতি সোহেল, সম্পাদক শামীম

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশের (এপিবি) কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম আহমেদ।

সম্প্রতি এপিবির ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্বাচন পরিচালনার জন্য গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনে (ইসি) চেয়ারম্যান করা হয় অধ্যাপক ডা. আছিয়া খানমকে। কমিশনে অধ্যাপক ডা. মো. রফিকুল আলম সদস্য ও অধ্যাপক ডা. এ. কে. এম. মতিউর রহমান ভূঞা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এ কশিনের তত্ত্বাবধানে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৭৮১ জন
ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৭৮১ জন
রোববার থেকে টাইফয়েড টিকাদান শুরু
রোববার থেকে টাইফয়েড টিকাদান শুরু
শহীদ জিয়া মেডিকেল ডে উদযাপন কমিটি গঠন
শহীদ জিয়া মেডিকেল ডে উদযাপন কমিটি গঠন