• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১০ জনের হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত ড্র বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পি.এম.
হংকং-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত। সংগৃহীত ছবি

ঢাকায় হারলেও হংকংয়ে এসে ঠিকই লড়াই করে মূল্যবান এক পয়েন্ট আদায় করল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বে মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে রাকিব হোসেনের দারুণ গোলে ১–১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে জাভিয়ের কাবরেরার দল।

প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু বিরতির পর ১০ জনের হংকংয়ের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরে আসে লাল-সবুজরা।

চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট, হংকংয়ের ৮ পয়েন্ট। গাণিতিক হিসেবে বাংলাদেশের সম্ভাবনা এখনও টিকে আছে, তবে বাকি দুই ম্যাচে জিততেই হবে—সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।

হংকং-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত।

মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ৫০ হাজার দর্শক উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই স্বাগতিক সমর্থক। প্রতিকূল পরিবেশে প্রথমার্ধে নিজেদের ছন্দে ফিরতে পারেনি বাংলাদেশ।

কাবরেরা আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনেন—জায়ান আহমেদ, শমিত শোম ও তপু বর্মণ শুরু করেন একাদশে; বাদ পড়েন ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। অধিনায়ক জামাল ভূঁইয়াও শুরুতে ছিলেন না।

রক্ষণভাগ সামলে বাংলাদেশ মাঝেমধ্যে আক্রমণে উঠলেও কাজের কাজ হয়নি। বরং ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল খায় বাংলাদেশ—তারিক কাজীর ফাউলে হংকংয়ের ফেরনান্দো পেরেরা পড়ে গেলে রেফারি স্পটকিক দেন, সেখান থেকে ম্যাট অর গোল করেন।

হংকং-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত।

৪৪ মিনিটে মিতুলের ভুলে আরেকটি বিপদের মুখে পড়ে বাংলাদেশ, তবে ডিফেন্ডার দ্রুত বল ক্লিয়ার করে বিপদ সামলান। প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেলেও লক্ষ্যভেদে ব্যর্থ হয় লাল-সবুজরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে হংকং আরও একটি সুযোগ হারায়—মোরসালিনের ভুল পাস থেকে ফেরনান্দো পেরেরা শট নেন, কিন্তু বল বার ঘেঁষে বাইরে যায়।

৬৩ মিনিটে জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলাম বদলি হয়ে মাঠে নামলে খেলার ধরণ পাল্টে যায়। ৫ মিনিট পর ফাহামিদুলের ডান পায়ের জোরালো শট ঠেকিয়ে দেন হংকং গোলরক্ষক। ৭৩ মিনিটে সুবর্ণ সুযোগ হারায় বাংলাদেশ—সাদ উদ্দিনের ক্রসে গোলের সামনে ফাহামিদুল বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। ৭৬ মিনিটে হংকং ১০ জনে নেমে আসে, শমিতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অলিভার বেনজামিন। এরপরই আক্রমণে গতি বাড়ে বাংলাদেশের।

৮৪ মিনিটে আসে প্রতীক্ষিত গোলটি। ফাহিমের বাঁ দিকের ক্রস থেকে ফাহামিদুলের হেডে বল পেয়ে রাকিব হোসেন নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়ান। গোল করেই রাকিবের উদযাপন ছিল চোখধাঁধানো—ডিজিটাল বোর্ডে বসে হাসিমুখে উদযাপন করেন তিনি, যা বাংলাদেশের সমর্থকদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

শেষ মুহূর্তে সমতা রক্ষা করেই মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হংকংয়ের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী বরিশাল
বিপিএলে তামিমের খেলা নিয়ে আশাবাদী বরিশাল
ম্যাচ চলাকালে প্রাণ হারালেন ভারতের পেসার আহমার
ম্যাচ চলাকালে প্রাণ হারালেন ভারতের পেসার আহমার