• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাজধানীর মিরপুরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোকাহত।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি লেখেন, এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে তাদের পাশে থাকতে হবে আমাদের সকলের। আল্লাহ তায়ালা নিহতদের ক্ষমা করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসিব করুন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোকে আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

‘একই সঙ্গে, এমন দুর্ঘটনা যেন আর না ঘটে সে জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি, যেন শ্রমজীবী মানুষের কর্মস্থল নিরাপদ করা হয়।’

সব শেষ তিনি বলেন, আল্লাহ তায়ালা আহতদের দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন এবং আমাদের দেশকে এমন দুঃখজনক দুর্ঘটনা থেকে হেফাজত করুন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাপলা প্রতীক না পেয়ে কঠোর সিদ্ধান্ত এনসিপির
শাপলা প্রতীক না পেয়ে কঠোর সিদ্ধান্ত এনসিপির
ভোট দিলে জান্নাত, এটি ধর্ম নিয়ে প্রতারণা : রিজভী
ভোট দিলে জান্নাত, এটি ধর্ম নিয়ে প্রতারণা : রিজভী
সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে লেবার পার্টির তীব্র নিন্দা
সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে লেবার পার্টির তীব্র নিন্দা