অবৈধ কেমিক্যাল মজুত রোধে দ্রুত তদন্ত দরকার : শারমিন এস মুরশিদ


অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, রাজধানীর জনবহুল এলাকায় অবৈধভাবে কেমিক্যাল মজুত রাখার ঘটনা রোধে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ‘আমি এখানে দেখতে এসেছি এ ধরনের কেমিক্যাল যেখানে রাখা হয়, এগুলো হচ্ছে বেআইনি জায়গা। আমি মনে করি প্রথম যে জিনিসটি করতে হবে, সরকারকে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করতে হবে। যারা এটা করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে, যেন জনবহুল এলাকায় এ ধরনের ক্ষেত্রগুলো না থাকে।’
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শারমিন এস মুরশিদ বলেন, ‘এর আগেও পুরান ঢাকায় এরকম ঘটনা ঘটেছে। সেখান থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে দেওয়া হলেও, এসব গুদাম এখন অন্য এলাকায় ছড়িয়ে পড়েছে। এগুলো দ্রুত চিহ্নিত করে উৎখাত করা জরুরি। প্রয়োজনে নীতিমালাও পরিবর্তন করতে হবে।’
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে তার মন্ত্রণালয়।
‘আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি, হাসপাতালে আমার মন্ত্রণালয়ের একটি হেল্প ডেস্ক রয়েছে। সমাজকর্মীরা সেখানে কাজ করছেন। তারা পরিবারগুলোর সঙ্গে বসবে এবং যা যা সহায়তা সম্ভব, তা আমরা করব।’
নিখোঁজদের বিষয়ে তিনি বলেন, ‘তাদের খোঁজে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এতে এক্সপার্টদের সহায়তা নিতে হবে, পুলিশেরও প্রয়োজন হবে। আমরা এই তদন্ত কার্যক্রমে সমন্বয় করব।’
উপদেষ্টা আরও যোগ করেন, ‘যারা মারা গেছেন, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও ফলোআপের দায়িত্ব আমার মন্ত্রণালয়ের। সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদের পাশে থাকবে—এ নিশ্চয়তা দিচ্ছি।’
ভিওডি বাংলা/ আরিফ