পাক-আফগান সীমান্তে নতুন সংঘর্ষ, নিহত অর্ধশ’র বেশি


পাকিস্তান ও আফগানিস্তানের অস্থিতিশীল সীমান্তে বুধবার ভোরের দিকে নতুন সংঘর্ষে অন্তত দশেকেরও বেশি বেসামরিক ও সেনাসদস্য নিহত হয়েছেন। গত সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর ভঙ্গুর শান্তি আবারও ভেস্তে গেছে।
আফগান তালেবান জানিয়েছে, পাকিস্তান স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে, এতে ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তান বলছে, চামান ও ওরাকজাই জেলায় তালেবান হামলায় চার বেসামরিক ও ছয় আধা-সামরিক সদস্য নিহত হয়েছেন। দুই পক্ষের দাবি-প্রতিদাবি এবং হত্যার সংখ্যা ভিন্ন।
সাম্প্রতিক সংঘর্ষের কারণে সীমান্তের কয়েকটি ক্রসিং বন্ধ রয়েছে। উভয়পক্ষের বাণিজ্য থমকে গেছে, পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
সংঘাতের পেছনে মূল কারণ হিসেবে পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান-ভিত্তিক জঙ্গিরা তাদের দেশে হামলা চালাচ্ছে। তালেবান অভিযোগ করছে, পাকিস্তান সীমান্ত উত্তেজনায় উসকানি দিচ্ছে ও আইএস-খোরাসানের সদস্যদের আশ্রয় দিচ্ছে।
সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। চীন ও রাশিয়া উভয়পক্ষকে সংলাপের মাধ্যমে সমাধান আহ্বান করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংঘাত সমাধানে নিজ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
এই উত্তেজনার সময় আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি ভারতের সফরে গেছেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা হয়েছে। নয়াদিল্লি ঘোষণা করেছে, কাবুলে পুনরায় দূতাবাস চালু করা হবে।
সূত্র: এএফপি, রয়টার্স
ভিওডি বাংলা/ আরিফ