রাফা ক্রসিং খোলার বিষয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল


ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের কিছু জীবিত ও নিহত সদস্য মুক্তি দিয়েছে; বিনিময়ে ইসরায়েলও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিচ্ছে। এই ধারাবাহিক বিনিময়ে কয়েক ধাপে হাজারো বন্দি পশ্চিম তীর ও গাজায় ফেরত পেয়েছেন।
অন্যদিকে বহুদিন ধরে মানবিক সাহায্য প্রবেশের জন্য বন্ধ থাকা রাফা ক্রসিং পুনরায় খোলার বিষয়ে ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েল প্রথমে বিলম্ব ও সীমাবদ্ধতার ইঙ্গিত দিলেও পরে ঘোষণা করেছে এটি খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে — বিশেষত হামাস আরো কিছু মরদেহ হস্তান্তর করার পর। উল্লেখ্য, কয়েকটি প্রতিবেদন রাফা খোলা-বন্ধ নিয়ে সাম্প্রতিক বিবাদ ও বিভ্রান্তি দেখায়।
শারম আল-শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বাস্তবায়ন ও গাজা পুনর্গঠনের আহ্বান জানিয়ে বলেন, এখন গাজার পুনর্নিমাণের সময় এসেছে এবং শান্তির সুযোগ এসেছে — সম্মেলনটি যুক্তরাষ্ট্র ও মিশর যৌথভাবে আয়োজন করেছে।
তবে চুক্তির বাস্তবায়ন অনিশ্চিত ও ভঙ্গুর। ইসরায়েল ও হামাস উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে, এবং কিছু ফেরত দেয়া মরদেহের শনাক্তকরণ নিয়ে বিভ্রান্তি দেখা গেছে, যা সংবেদনশীল পরিস্থিতিকে আরও জটিল করেছে। আন্তর্জাতিক পর্যায়ে আশাপ্রকাশ থাকলেও তাত্ক্ষণিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ