রাতের মধ্যে
দাবি না মানলে এক দফা নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা জানিয়েছেন, বুধবার (১৫ অক্টোবর) রাতের মধ্যে বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবি না মানলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে তারা এক দফা আন্দোলনে যাবেন।
দাবি না মানলে দুপুর ১২টায় যমুনা অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার বিকেলে শাহবাগ অবরোধ তুলে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফিরে যান শিক্ষকরা। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, “আজ রাতের মধ্যে প্রজ্ঞাপন না এলে তিন দফা নয়, এক দফা—শিক্ষা জাতীয়করণের দাবিতে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করবো।”
শিক্ষকরা জানান, তিন দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয়ভাবে অবস্থান কর্মসূচি এবং সারা দেশে কর্মবিরতি চলছে।
তাদের তিন দফা দাবি হলো—বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ করা, ১ হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা, কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।
ভিওডি বাংলা/ আরিফ