দৌলতপুরে বিএনপির ঘোষিত
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ


কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন । কুষ্টিয়া -১ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি, রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বুধবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি বাজার. দফাদারপাড়া, আবেদেরঘাট, ফিলিপনগর বাজার, দারোগারমোড়, চরসাদিপুর গ্ৰামে। তারেক রহমানের বার্তা ঘরে- ঘরে পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানান রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
এই সময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে। আগামী দিনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, দৌলতপুর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজ উল্লাহ, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আমজাদ হোসেন।
নজরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান লস্কর, হারুন অর রশিদ, সাবেক প্রচার সম্পাদক জহুরুল করীম বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহসেমদ বাচ্চু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেলসহ ফিলিপনগর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ কর্মসূচী নেতাকর্মীদের উপস্থিতি জনস্রোতে রুপ নেয়।
ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম,