ইবি বিজনেস ক্লাবের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত


ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে গঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাসবের (IUBC) নবীনবরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সংস্কৃতি কেন্দ্রে'র (টিএসসিসি)১১৬ নম্বর কক্ষে অর্ধদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি আহমেদ মাসুম রেজা'র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম মহিউদ্দিন, সফট স্কিল বিষয়ক প্রতিষ্ঠান OASIS INFORMATION এর সিইও আসিফ ইকবাল, Skill Assessment For Employment (SAFE)-এর সিইও নওশিন বনি এবং মাচাং-এর সিইও মো. রেজওয়ান খান।
এছাড়াও সংগঠনটির সাধারণ-সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত জাহান-সহ বিজনেস ক্লাবের দেড় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সফট স্কিল বিষয়ক প্রতিষ্ঠান OASIS INFORMATION এর সিইও আসিফ ইকবাল বলেন, 'একটি মানুষের দুই ধরনের স্কিল থাকে। প্রথমটা হার্ড স্কিল অন্যটা সফট স্কিল। সফট স্কিলটা সবার জন্য কমন। যেমন ইংরেজি জানা, কম্পিউটার দক্ষতা, অফিস আচরণবিধি জানা— যে কিভাবে সহকর্মীদের সাথে আচরণ করতে হয়। এই সাধারণ কিছু জিনিস সবার মধ্যে থাকা উচিত। এই যোগ্যতা গুলো না থাকলে কেউ উদ্যোগতা বা চাকরির জন্য প্রস্তুত হবে পারে না। তাই আমাদের উচিত এই সফট স্কিল গুলো অর্জন করে চাকরিতে যাওয়া।'
অনুষ্ঠানে Skill Assessment For Employment (SAFE)-এর সিইও নওশিন বনি অ্যাকাডেমিক দক্ষাতার পাশাপাশি সফট স্কিল অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
বিজনেস ক্লাবের সভাপতি আহমেদ মাসুম রেজা নবীন সদস্যদের উদ্দেশ্য করে বলেন, 'তোমরা এমন কিছু করো যা তোমাদের এবং এই বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। আমারা নৈতিক নেতৃত্ব এবং সামাজিক দায়িত্বে গুরুত্ব দিয়ে থাকি। কারণ সততা এবং নৈতিক দৃঢ়তার মাধ্যমেই প্রকৃত সাফত্য অর্জত হয়। তোমার এমন একটি সংগঠনে যুক্ত হয়েছো যেটা ঐক্যবদ্ধ ভাবে উন্নতিতে বিশ্বাসী। প্রতিটি ব্যক্তি এখানে কার্যকরী ভূমিকা রাখে। বিজনেস ক্লাবের সভাপতি হিসেবে তোমাদের স্বপ্নের সাথে সম্পৃক্ত লিডারশীপ জার্নি নিশ্চিতে আমি অঙ্গীকারবদ্ধ।'
প্রসঙ্গত, “ইসলামিক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব” মূলত ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে গঠিত হয়েছে। ক্লাবটির প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ সৃষ্টি করা, ব্যবসায়িক জ্ঞান ও প্রফেশনালিজমের বাস্তব প্রয়োগে সহায়তা করা, সদস্যদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতার আদান-প্রদান ঘটানো, এবং কর্মশালা ও সেমিনারের মাধ্যমে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি, পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের একটি দক্ষ ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে প্রস্তুত করাই ক্লাবটির উদ্দেশ্য।
ভিওডি বাংলা/ আরিফ