• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল: হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ইরানীদের হাতে নির্মিত ভাগনা মসজিদ ডিসি অফিস ঘেরাও করা হবে : মির্জা ফখরুল কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন মাহমুদ রাহাত ও তানহা হাসান রাজউকে পাসের হার ৯৯.৯৪ শতাংশ, কমেছে জিপিএ-৫ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন রাজশাহী কষ্ট করলেও ‘কেষ্ট’ মিলছেনা বাগমারার মৃৎশিল্পীদের ভাগ্যে

বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন

রাজশাহী ব্যুরো    ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৫ পি.এম.

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলে শেষ দিনের প্রচারণা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের ২৪ঘন্টা আগে থেকে কোনো প্রার্থী বা প্যানেল আর প্রচারণা চালাতে পারবে না

এদিকে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মাঈকিং করে প্রার্থী ও ভোটারদের উদ্দেশে দিচ্ছেন বিভিন্ন নির্দেশনা। গতকাল আনুষ্ঠানিক প্রচারণা শেষে মাঝে আজ বুধবার বিরতি। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণের ১২-১৫ ঘন্টার মধ্যেই প্রকাশিত হবে ফলাফল।

শেষদিনেও জমজমাট প্রচারণা গতকাল মঙ্গলবার শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন রাকসু ও হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দিনভর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারণা করতে দেখা যায় প্রার্থীদের। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর, আমতলা এলাকা ও বিভিন্ন অনুষদের সামনে প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে সরগরম ছিল ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে প্রচারণা চালাচ্ছিলেন ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, আমাদের প্যানেল অন্যান্য প্যানেলগুলোর থেকে ইনক্লুসিভ হয়েছে। আমরা প্যানেলে খেলোয়াড়, জুলাই যোদ্ধা থেকে শুরু করে সকল সেক্টরের শিক্ষার্থীদের রেখেছি। যোগ্য ব্যক্তিদের যোগ্যস্থানে রেখেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একটি নির্দিষ্ট গোষ্ঠী প্রথমবর্ষের শিক্ষার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছিল। আমরা তাদেরও রেখেছি। শিক্ষার্থীরাও আমাদের প্যানেলে প্রশংসা করছে। আশা করছি ১৬ তারিখ আমাদের বিজয় হবে।

নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত ক্যাম্পাসে সকল প্রকার মিছিল, মিটিং, বিক্ষোভ, সমাবেশসহ সব ধরণের অস্ত্র-শস্ত্র প্রদর্শন ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ১৫ অক্টোবর রাত রাত ১২টা ০১ মিনিট হতে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মোট ০৩ (তিন) দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও তৎসংলগ্ন এলাকার চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হলো

নিরাপত্তায় পুলিশ-র‍্যাব-বিজিবি এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে দুই হাজার পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ১২ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়োজিত থাকবে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
নির্বাচন পরিসংখ্যান

এবারের নির্বাচনে মোট ভোটার ২৮, ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ জন এবং ছাত্র ১৭ হাজার ৫৯৫ জন। এছাড়া রাকসুতে ২৩টি পদে প্রার্থী ২৪৭ জন, সিনেটে ৫টি পদে প্রার্থী ৫৮ জন, হল সংসদে ১৭টি হলে ২৫২টি পদে প্রার্থী ৫৯৭ জন। এদের মধ্যে ৪২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় ছাত্র সংসদে এবার লড়ছেন ভিপি প্রার্থী ১৮ জন, জিএস প্রার্থী ১৩ জন, এজিএস প্রার্থী ১৬ জন। 

ভিওডি বাংলা/রমজান আলী/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
অ্যানথ্রাক্স আক্রান্ত গাইবান্ধায় সরেজমিনে বাকৃবি গবেষক দল
অ্যানথ্রাক্স আক্রান্ত গাইবান্ধায় সরেজমিনে বাকৃবি গবেষক দল
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ