টপ নিউজ
সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৫, ১০:০৯ এ.এম.


ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।
জানা গেছে, এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের প্রতি দলের অবস্থান স্পষ্ট করতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা