টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল-ওমান, দৌড়ে আমিরাত


২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথমবারের মতো এই আসরে অংশ নেবে ২০টি দেশ। ইতোমধ্যে ১৯টি দলের জায়গা নিশ্চিত হয়েছে মূলপর্বে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হলো এশিয়ার দুটি দেশ-ওমান ও নেপাল।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব চলছে সংযুক্ত আরব আমিরাতে। সুপার সিক্স রাউন্ডের ম্যাচ এখনও বাকি থাকলেও আগেভাগেই টিকিট নিশ্চিত করেছে নেপাল ও ওমান। বুধবার নেপালের কাছে ৩৮ রানে হারলেও পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকায় বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে ওমানের।
আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান তোলে নেপাল। জবাবে ৯ উইকেটে ১১৩ রানেই থামে ওমানের ইনিংস। সুপার সিক্স রাউন্ডে টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে নেপাল। এক হার ও তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ওমান।
এদিন সামোয়াকে ৭৭ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ টিকিটের দৌড়ে টিকে আছে সংযুক্ত আরব আমিরাত। আগে ব্যাট করে ২২৫ রানের বড় লক্ষ্য গড়ে আমিরাত। জবাবে ৮ উইকেটে ১৪৮ রানে থামে সামোয়া।
পয়েন্ট টেবিলে ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে আমিরাত। তাদের পেছনে সমান পয়েন্ট নিয়ে জাপান ও কাতার। তবে এক ম্যাচ কম খেলায় এগিয়ে আছে জাপান। আজ (বৃহস্পতিবার) জাপানের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপের ২০তম দল হিসেবে জায়গা পাবে আমিরাত।
ইতোমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে: ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া, কানাডা, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, উগান্ডা, ওমান ও নেপাল।
শেষ একটি টিকিটের দৌড়ে এখন লড়াই আমিরাত, জাপান ও কাতারের মধ্যে।
ভিওডি বাংলা/জা